ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি; মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মনিরুল ইসলাম মনির : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।

Model Hospital

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ভোট চুরি করে আ’লীগ কখনোই ক্ষমতায় আসেনি। বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই- তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনো জাতীয় সরকার নিয়ে কথা বলে- এ প্রসঙ্গে মায়া চৌধুরী বলেন, আসলে বিএনপি নেতারা কী চায় তা তারা নিজেরাও জানে না।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবারও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়, সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই দল গড়ে উঠেছে উল্লেখ করে মায়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানে কীভাবে আন্দোলন মোকাবিলা করতে হয়। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী সম্রাট, পৌর কৃষকলীগের সভাপতি আ. কাদির, সাবেক কমিশনার খোকন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সালামত খান, রুহুল আমিন মোল্লা, শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি; মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

আপডেট সময় : ০৫:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

মনিরুল ইসলাম মনির : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।

Model Hospital

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ভোট চুরি করে আ’লীগ কখনোই ক্ষমতায় আসেনি। বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই- তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনো জাতীয় সরকার নিয়ে কথা বলে- এ প্রসঙ্গে মায়া চৌধুরী বলেন, আসলে বিএনপি নেতারা কী চায় তা তারা নিজেরাও জানে না।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবারও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়, সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই দল গড়ে উঠেছে উল্লেখ করে মায়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানে কীভাবে আন্দোলন মোকাবিলা করতে হয়। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী সম্রাট, পৌর কৃষকলীগের সভাপতি আ. কাদির, সাবেক কমিশনার খোকন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সালামত খান, রুহুল আমিন মোল্লা, শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ প্রমুখ।