মাসুদ রানা : বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের স্বাক্ষরিত পরিপত্রে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০ টি ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন।
শাহরাস্তি উপজেলার নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সূচীপাড়া উত্তর ইউপি (বর্তমান চেয়ারম্যান) মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউপির মাহতাব উদ্দিন আহমেদ, চিতোষী পূর্ব ইউপির আবু ইউসুফ পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউপির জাহাঙ্গীর মোহাম্মদ আদেল,রায়শ্রী উত্তর ইউপির মোঃ মোশারেফ হোসেন , রায়শ্রী দক্ষিণ ইউপির আব্দুর রাজ্জাক, মেহের উত্তর ইউপির মোঃ মনির হোসেন, মেহের দক্ষিণ ইউপির মোহাম্মদ রুহুল আমিন, টামটা উত্তর ইউপির মোঃ আলমগীর কবির মজুমদার, টামটা দক্ষিণ ইউপির মোঃ শফিকুর রহমান মজুমদার।
দলীয় সূত্রে জানা যায়, উক্ত চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নৌকা পেতে ৭২ জন দলীয় নেতাকর্মী ইউপি পর্যায়ে বর্ধিত সভায় নাম অন্তর্ভূক্ত করান। ওই নাম জেলা নেতৃবৃন্দের সুপারিশ ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতীক বরাদ্দ মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হয়। পরে মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থী নামে এই নৌকা প্রতীক বরাদ্দ দেন।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত ২৩ শে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন , নির্বাচন কমিশন সচিবালয় আগামী ২৬ ডিসেম্বর নতুন সময়সূচি ঘোষণা করেন।