সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে গতকাল ২৫ সেপ্টেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং ২ জন সদস্য তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এরা হলেনঃ চেয়ারম্যান পদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ,ও মোহাম্মদ নাছির উদ্দীন।
সাধারণ সদস্য পদে ৫নং ওয়ার্ডের আবুল খায়ের ও ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ জামাল হোসেন।
সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
ফলে নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ ২৬ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন।