খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোঁজ মরিয়ম মান্নানের মা রহিমা খাতুনকে ফরিদপুর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব। তিনি শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রহিমা বেগমকে জীবিত উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একটি দল বোয়ালমারী পৌরসভাধীন সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। রাতেই খুলনার পুলিশ রহিমাকে নিয়ে খুলনা উদ্দেশে রওয়ানা হয়েছে। এর বেশি কিছু তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয় বলে জানান ওসি।
নিখোঁজ গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে খুলনায় নিজের বাসার টিউবওয়েল থেকে পানি আনতে যান রহিমা বেগম। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। নিখোঁজ হওযার পর থেকে মরিয়াম মান্নানসহ ছয় ভাইবোন তাদের মা রহিমা বেগমকে খুঁজছেন। আজও খোঁজ মেলেনি তার।
রহিমাকে খুজেঁ পেতে কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, কখনও পোস্টারিং, মাইকিং, আবার কখনও আত্মীয়-স্বজনদের দ্বারস্থ হচ্ছেন তারা। সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। এ ঘটনায় মামলাও করেছেন তারা।
নিখোঁজের মেয়ে মরিয়ম মান্নান বলেন, ১৭ দিন হতে চলেছে মা নিঁখোজ। এখনও মায়ের কোনো সন্ধান মেলেনি। আমরা ভাই-বোন আমাদের মাকে চাই। কাকে আটক করা হলো, কার রিমান্ড আবেদন হলো এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। যে কোনো মূল্যে আমার মায়ের সন্ধান চাই।