সাইদ হোসেন অপু চৌধুরী : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে শাহরাস্তি উপজেলার শোরশাক যুক্ত সপ্রাবি ৬-০ গোলে মতলব দক্ষিণ উপজেলার চর বাইশপুর সপ্রাবি কে পরাজিত করে। অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ২-১ গোলে শাহরাস্তি উপজেলার উপলতা সপ্রাবি কে পরাজিত করে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এ টুর্নামেন্টের প্রেক্ষাপট ইতিমধ্যে আগেই জেনেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যিনি সমগ্র প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে এই টুর্নামেন্ট চালু করেছেন। আজকে এখানে যারা খেলেছে তাদের মধ্যে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররাও লুকিয়ে আছে। কারণ এমন টুর্নামেন্ট থেকেই আজকে সাফ নারী দল সফল হতে পেরেছে।
জেলা প্রশাসক বলেন, উন্নত হওয়ার জন্যে শিক্ষার যেমন বিকল্প নেই। তেমনি শিক্ষা করতে সুস্থ থাকতে হয়। আর সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করতে হবে যেন সফল হওয়া যায়।
হাসান আলী সপ্রাবির প্রধান শিক্ষিকা ইশমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকী।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।