নোমান হোসেন আখন্দ : শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সাথে ১৮টি দূর্গাপূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, শাহরাস্তি পল্লী বিদ্যুৎতের জোনাল ম্যানেজার মোবারক হোসেন খাঁন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মমিনুল হক বকাউল, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ ফারুক, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মো: শাহাবুদ্দিন আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অমৃত মজুমদার টুটন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার ১৮টি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মতবিনিময় সভায় উপজেলার ১৮টি দূর্গাপূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।