মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাবুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম প্রক্রিয়া এবং মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না থাকায় পিপাসা আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা ও সুন্দরবন আইসক্রিম ফ্যাক্টরিকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।