এস. এম ইকবাল :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বিকেলে ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল আমিন কাজল, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, লোকমান তালুকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল্লাহ তফাদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর আওমীলীগের সহ-সভাপতি আব্বাস বেপারী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রসু মিয়া, ওলামালীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকার পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ প্রমুখ।