মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ছোটসুন্দর বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে দলের সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন। তিনি তার বক্তব্যে বলেন, রামপুর ইউনিয়ন হলো আমাদের জন্য গোপালগঞ্জ।
আমরা এই ইউনিয়নে কোন প্রকার গ্রুপিং হতে দিবো না। সকল ওয়ার্ডে সাধারণ সভা করে নতুনভাবে যুবলীগকে সাজাতে হবে। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সক্রিয় কর্মীদেরকে নিয়ে কমিটি গঠন করবেন।
যাদের দ্বারা আমাদের যুবলীগ আরো শক্তিশালী হবে। তাহলেই দীপু আপার হাতকে শক্তিশালী করতে পারবো। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহসিন খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাসান সামনু।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম মাল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। এই সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।