সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় নির্বাচনী আমেজ ছড়িয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৩ টা পর্যন্ত ৬ চেয়ারম্যান, ৩৯ জন সাধারন সদস্য ও ১৩ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন।
১৮ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র বাছাই করেন।
যাচাই বাছাই করে ফৌজদারী মামলার আসামি থাকায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইউসুফ গাজীর মনোনয়ন পত্র বাতিল করেন। প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর মিল না থাকায় সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪ নং ওয়ার্ডের প্রার্থী বাদল ফরাজ, ফরাদ হোসেন, ৮নং ওয়ার্ডের তুহিন খান, এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ডের মারজানা খানমের
মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক কামরুল হাসান।
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বর্তমানে বৈধ প্রার্থী রয়েছে সাধারন সদস্য ৩৬, সংরক্ষিত ১২ ও চেয়ারম্যান ৫ জন।