স্টাফ রিপোর্টার : আসন্ন ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন
মোঃ জোবায়ের হোসেন।
১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১০ টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেনের কার্যলয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন মোঃজোবায়ের হোসেন ।তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়,ভোটার,বিভিন্ন নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলো।
আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি,২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ, ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।