সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটির এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষার্থী ৮শত ৪২ জন ছাত্র-ছাত্রী। এর মধ্য ছাত্র ৩১৯ জন, ছাত্রী ৫ শত ২৩ জন।
এ কেন্দ্রে পরিক্ষার প্রথম দিন ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন অনুপস্থিত, মোট ১১ জন ছাত্র ছাত্রী অনুপস্থিত ছিলেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী।
তিনি জানান, কেন্দ্রে সুষ্ঠুভাবে ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সরকারের দেওয়া বিধি নিয়মে ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে কেন্দ্রের সহকারী সচিব সহ সকলেই কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন।