ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৯শ ৭০, অনুপস্থিত ৮৬ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 143
রাফিউ হাসান হামজা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২০২২ এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৮ শ ৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা গেছে।
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারছে। এ ধরনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিটসহ শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়,  এ বছরে এসএসসি হতে ৩ হাজার ১ শ ৬৬ জন, এসএসসি (ভোকেশনাল) হতে ৯৭ জন, দাখিল হতে ৭০৭ জন। সর্বমোট ৩ হাজার ৯ শ ৭০ জনের মধ্যে ৩ হাজার ৮ শ ৮৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো। অনুপস্থিত ছিলো ৮৬ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩০ জন অনুপস্থিতি ছিলো দাখিল শিক্ষার্থীরা।
ট্যাগস :

শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৯শ ৭০, অনুপস্থিত ৮৬ জন

আপডেট সময় : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
রাফিউ হাসান হামজা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২০২২ এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৮ শ ৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা গেছে।
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারছে। এ ধরনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিটসহ শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়,  এ বছরে এসএসসি হতে ৩ হাজার ১ শ ৬৬ জন, এসএসসি (ভোকেশনাল) হতে ৯৭ জন, দাখিল হতে ৭০৭ জন। সর্বমোট ৩ হাজার ৯ শ ৭০ জনের মধ্যে ৩ হাজার ৮ শ ৮৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো। অনুপস্থিত ছিলো ৮৬ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩০ জন অনুপস্থিতি ছিলো দাখিল শিক্ষার্থীরা।