নিজস্ব প্রতিবেদক : চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন যাত্রিক-১৭ এর আয়োজনে ফরিদগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ পরিক্ষার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিবেন। বর্তমান সরকার মেধার বিকাশ ঘটাতে শিক্ষকদেরকেও দক্ষ করে গড়ে তুলতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ার অনুরোধ করেন এবং সেই আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেরকে গড়ে তুলতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ১ নং বালিথুবা প: ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন যাত্রীক ১৭ এর সভাপতি পিয়াশ চন্দ্র দাস। এই সময় ১০টি বিদ্যালয় থেকে পরিক্ষার মাধ্যমে বিজয়ী ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরষ্কার তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান এর স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিলেন চাঁদপুর ফ্যামেলি কেয়ার হাসপাতাল।