মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সপ্রাবিতে শিক্ষা কার্যক্রমের মানদন্ডের বিবেচনায় ৫ জন শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
রোববার (১২- সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে একটি পরিপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় এবার ২০২২ শিক্ষাবর্ষে শাহরাস্তির ১০১ টি সপ্রাবির শিক্ষকদের শুদ্ধাচার পাঠদান ও মেধাসহ ২২ টি (পয়েন্টের) উপর ভিত্তি করে এ ৫ শিক্ষককে শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়।
এতে এবার সূচীপাড়া যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ জয়নাল আবেদীন, দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ইভা রানী দে, মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) শারমিন সুলতানা, ভড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাব স্কাউটে জান্নাতুল ফেরদাউস ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান জানান, গত ১১ই সেপ্টেম্বর ক্লাস্টার মিটিং এই শিক্ষকদের নাম প্রস্তাব করা হয়। ওই হিসেবে জেলায় তাদের নাম প্রেরণ করা হয়। জেলার বিবেচনায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে তাদের নাম জাতীয় পর্যায়ে প্রেরণ করা হবে।
শিক্ষকদের এ সম্মানে ভূষিত করায় তারা আরো পাঠ কার্যক্রমে মনোনিবেশ করবে।