নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ বলাখাল উত্তর পাড়ায় কাজী শাহাদাত সড়কের আরসিসি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯টায় হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বলাখাল কাজী বাড়ির সম্মুখস্থ বায়তুল মামুর জামে মসজিদের নিকটে উক্ত কাজ উদ্বোধনকালে তাঁর সাথে ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী মো: ইদ্রিস মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাঈনুদ্দিন মিয়াজী, অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার কাজী খোরশেদ আলম ও কাজী সামছুল আলম, কাজী মাসুম, সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজামুদ্দিন, বলাখাল মবকুল আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক কাজী নাছির, ঠিকাদার এম এ হাসেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।