মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আসন্ন চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী হাবিবুর রহমান মতবিনিময় করেছেন।
শনিবার সকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, গোলাম হোসেন, মিজানুর রহমান সরদার, আবু নাছের, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, শাহানারা বেগম, রোকেয়া আক্তার ঝর্ণা।
একই দিন শুক্রবার সন্ধায় মোহনপুর পর্যটনে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথেও মতবিনিময় করেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কাজী হাবিবুর রহমান।
এছাড়াও শুক্রবার বিকেলে ষাটনল ইউনিয়ন প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি সদস্য মোশারফ হোসেন, আক্কাস আলী মোল্লা, ডা. মোঃ মনির হোসেন, জাকির হোসেন সরকার, জসিম দেওয়ান ও সংরক্ষিত মহিলা সদস্য আলো বেগম প্রমুখ।
বিভিন্ন ইউনিয়নে মতবিনিময়কালে কাজী হাবিবুর রহমান সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটের মাধ্যমে সদস্য পদে নির্বাচিত হয়ে মতলবের জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান, যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন ও নুরে আলম সরকার প্রমুখ।