বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে সাপের কামড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টম্বর) সকালে উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির হাড়াইরপাড় গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই বাড়ির মৃত মহিউদ্দিনের পুত্র মোঃ আব্দুল গোফরান(৫০) সাংসারিক কাজ শেষে পুকুরে গোসল করতে যায়। ওই সময় তিনি পানিতে পা রাখতেই বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে দংশিত স্থানে বাঁধ দিয়ে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওই সময় তার অবস্থা অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন । সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যে কৃষক গোফরানের মৃত্যু হয়।
তিনি ৩ সন্তানের জনক ছিলেন। হতদরিদ্র ওই কৃষক স্থানীয়দের দিনমজুরের কাজ করে সংসার চালাতো।
বুধবার রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।