মতলব উত্তর ব্যুরো : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী আলমগীর কবিরাজের পক্ষে মোরগ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে ভোটাররা মিছিল বের করে বাহাদুরপুর গ্রাম প্রদক্ষিণ করে।
সোমবার (২২নভেম্বর ) বিকেলে ৬ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকার নান্নু মিজির বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মী, সমর্থক ও ভোটারসহ অসংখ্য লোক সমবেত হয়।
আলমগীর কবিরাজ মোহনপুর ইউনিয়নের তার নিজস্ব ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ইউপি সদস্য প্রার্থী আলমগীর কবিরাজ একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমরা তাকে মেম্বার নির্বাচিত করবো।
ইউপি সদস্য পদপ্রার্থী আলমগীর কবিরাজ বলেন , আমি জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনে আমার সাধ্যমত এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি আরও জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ড এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ নির্মূল করা সহ ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।
এসময় বক্তব্য রাখেন- আহার চৌধুরী, নান্নু মিজি, বাবুল প্রধান, আর্শাদ, রনি সিকদার, কালু, সোলেমান গাজী, খোকা প্রধান প্রমুখ।