এস এম ইকবাল : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম।
পুলিশ সুত্রে জানাযায়, গত আগস্ট মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।
তারই স্বীকৃতি স্বরুপ ৪ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই নুরুল ইসলাম।
জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়ে এসআই নুরুল ইসলাম জানান, পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) স্যারের দিকনির্দেশে এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল স্যারের সার্বিক সহযোগীতায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান, ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল ধরনের সামাজিক অপরাধ দূর করতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।