মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ও ৩নং কল্যাণপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে কাজ করতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক ভুইয়ার সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সেলিম মালের পরিচালনায় বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, আশিকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুল হক, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম গাজী, মোঃ মামুন মাল, ইউপি সদস্য বিল্লাল বেপারী, সোহাগ খান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাফাজ্জল কাজী, আলফাজ উদ্দিন খান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়শা বেগম, রামপুর ইউপি সদস্য আবু সাঈদ বেপারী, সাকিবুল হাসান খান।
এরপর ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাকী উল্যাহ তালুকদারের সভাপতিত্বে মত প্রকাশ করেন ইউপি সদস্য জলিল মোল্লা, ইমাম হোসেন ফরাজী, কাদির প্রধানীয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাব উদ্দিন, এস এম সুমন হাওলাদার, জসিম বেপারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
নিজের প্রার্থিতা জানান দিয়ে সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী বলেন, আমি আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। তিনি আরও বলেন, এ এলাকার কৃতি সন্তান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ ভোটারদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো৷ আমি আমার সাধ্য অনুযায়ী ভবিষ্যতে জনগণের সেবক হিসেবে পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।