স্টাফ রিপোর্টার : শোকাবহ আগস্ট মাসের শেষ প্রহরে বঙ্গবন্ধুর মুরালে জেলা ছাত্রলীগের মোমবাতির প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় আগস্ট মাসের শেষ প্রহরে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নেতৃত্বে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, ইমরান খান শাওন, তারেক খান, বিল্লাল সরকার, তানজির রেজা রনি,, রিয়াজ হোসেন পাবেন, সাগর পাটোয়ার, দেলোয়ার হোসেন সুমন, অপু কুমার বিশ্বাস, সোহান ভূঁইয়া, বাদশা খান, রেদওয়ান ইসলাম রকি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ সাইফ সহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকগণ।