মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি যুবসমাজের উদ্যোগে আয়োজিত ডিগবার টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে আদুরভিটি পাকা সড়ক সংলগ্ন মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় বালুচর আদর্শ ক্লাব বনাম মাথাভাঙ্গা আদর্শ ক্লাব অংশগ্রহন করে। ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে পারে নি। টান টান উত্তেজনায় শত শত দর্শক খেলা উপভোগ করেন। আনন্দঘন পরিবেশে খেলা শেষ হয়। খেলা শেষে ট্রাইবেকারে ২-১ গোলে মাথাভাঙ্গা আদর্শ ক্লাব চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালীর সভাপতিত্বে এবং কামাল হোসেন খান ও মতলব উত্তর ফুটবল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতী, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উল্লাহ দর্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ প্রমুখ। আরো বক্তব্য রাখেন, আদুরভিটি গৈপুর ইয়াংমেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামল কুমার বাড়ৈ, বর্তমান সাধারণ সম্পাদক মারফত আলী মজুমদার।
উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মইন আহমেদ রিপন, লিটন ঢালী, আল-আমিন, কাকন, ইয়ামিন, রাজিব, সানাউল্লাহ, বাদল ঢালী, রাহুল, নয়ন মুফতী, শাহজালাল মুফতী, ইব্রাহিম লস্কর, ইয়াছিন খান।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আক্তার হোসেন মুফতী।