ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৮ বছর পর হাজীগঞ্জে শক্তির জানান দিলো বিএনপি

স্টাফ রিপোর্টার : শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপি ২০১৪ সালের পর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Model Hospital

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও শ্রমিকদলের দুই নেতা হত্যার প্রতিবাদে হাজীগঞ্জের রাজপথে মিছিল করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় থেকে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল ময়দানে জমায়েত হয় বিএনপির নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়কে মিছিল বের করে সাবেক জেলা সভাপতির নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি।

এসময় ‘রাজপথের মমিন ভাই, আমরা তোমায় ভুলি নাই’, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’, ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর ‘শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে’ সহ নানা স্লোগানে প্রায়ই ১০ হাজার নেতাকর্মীর এই মিছিলের মাধ্যমে হাজীগঞ্জের রাজপথে দীর্ঘদিন পরে রাজপথে নিজের শক্তির জানান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমটাই মনে করেছেন সাধারণ জনগণ।

প্রধান অতিথি বলেন, এটি কোন বিভাগীয় সমাবেশ না। এটি উপজেলা অঞ্চলের একটি সমাবেশ মাত্র। এখানে উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। সবাই শেখ হাসিনার পতন চায়। তিনি আরো বলেন, এই মিছিল আর বিএনপির মিছিল নেই, এটি সত্যিকারের গনমিছিলে পরিণত হয়েছে।

বিএনপি’র নেতারা বলেন, ইঞ্জি. মমিন ভাই এখন গণমানুষের নেতাই পরিণত হয়েছেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা? সিংহের মতো গর্জন হাজীগঞ্জে। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। তিনি বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না।

বিএনপিকে দেশপ্রেমিক ও ভদ্র মানুষের দল আখ্যা দিয়ে বক্তারা বলেন, ব্যবহারে বংশের পরিচয়। আমরা ভদ্রতা জানি। আওয়ামী লীগ যেভাবে আমাদের নেতাদের গালিগালাজ করে, সেরকম গালিগালাজ, অশালীন বক্তব্য আমরা দিব না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেল, নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

ওইসময় বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিকুল ইসলাম,মো.রফিক শিকদার, মোস্তফা খাঁন সফরী, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি নাজমুল আলম চৌধুরী ও সঞ্চলানায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম রহিম পাটোয়ারী।

ট্যাগস :

শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত

৮ বছর পর হাজীগঞ্জে শক্তির জানান দিলো বিএনপি

আপডেট সময় : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

স্টাফ রিপোর্টার : শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপি ২০১৪ সালের পর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Model Hospital

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও শ্রমিকদলের দুই নেতা হত্যার প্রতিবাদে হাজীগঞ্জের রাজপথে মিছিল করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় থেকে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল ময়দানে জমায়েত হয় বিএনপির নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়কে মিছিল বের করে সাবেক জেলা সভাপতির নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি।

এসময় ‘রাজপথের মমিন ভাই, আমরা তোমায় ভুলি নাই’, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’, ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর ‘শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে’ সহ নানা স্লোগানে প্রায়ই ১০ হাজার নেতাকর্মীর এই মিছিলের মাধ্যমে হাজীগঞ্জের রাজপথে দীর্ঘদিন পরে রাজপথে নিজের শক্তির জানান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমটাই মনে করেছেন সাধারণ জনগণ।

প্রধান অতিথি বলেন, এটি কোন বিভাগীয় সমাবেশ না। এটি উপজেলা অঞ্চলের একটি সমাবেশ মাত্র। এখানে উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। সবাই শেখ হাসিনার পতন চায়। তিনি আরো বলেন, এই মিছিল আর বিএনপির মিছিল নেই, এটি সত্যিকারের গনমিছিলে পরিণত হয়েছে।

বিএনপি’র নেতারা বলেন, ইঞ্জি. মমিন ভাই এখন গণমানুষের নেতাই পরিণত হয়েছেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা? সিংহের মতো গর্জন হাজীগঞ্জে। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। তিনি বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না।

বিএনপিকে দেশপ্রেমিক ও ভদ্র মানুষের দল আখ্যা দিয়ে বক্তারা বলেন, ব্যবহারে বংশের পরিচয়। আমরা ভদ্রতা জানি। আওয়ামী লীগ যেভাবে আমাদের নেতাদের গালিগালাজ করে, সেরকম গালিগালাজ, অশালীন বক্তব্য আমরা দিব না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেল, নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

ওইসময় বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিকুল ইসলাম,মো.রফিক শিকদার, মোস্তফা খাঁন সফরী, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি নাজমুল আলম চৌধুরী ও সঞ্চলানায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম রহিম পাটোয়ারী।