মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ছাগল চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন মতলব উত্তর উপজেলার রুহিতার পাড়া এলাকার মোঃ ওহাব আলী প্রধানীয়ার ছেলে জয়নাল প্রকাশ রানা (৪৮)।
জানা যায়, বুধবার (২৪ আগস্ট) রঘুনাথপুর এলাকায় ছাগল চুরি করতে গিয়ে এলাকার মানুষজন দেখে ফেলে এবং তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করে বলেন, গত দুই মাস আগেও রামপুর ইউনিয়ন থেকে ছাগল চুরি করার সময় জনতা ধাওয়া করলে কোন রকমে সিএনজি যোগে পালিয়ে যায়। কিন্তু ঐ সময় ইউনিয়ন পরিষদের নিজস্ব সিসিটিভিতে তার গতিবিধি ধরা পড়ে। সেগুলো চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদকে হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও ফুটেজসহ অবগত করেন।
বুধবার ঐ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসলে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীকে ছাগল চোর আটকের বিষয় জানান ওসি আব্দুর রশিদ। এবং ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে থানার সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, এই ছাগল চোর জয়নাল প্রকাশ রানা এর আগেও চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে সিএনজি যোগে প্রায় ১ হাজার ৭শ’ ছাগল চুরি করেন এবং রঘুনাথপুর এলাকা থেকে আটক হন।