সাইদ হোসেন অপু চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় এর আয়োজন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সাথে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। এছাড়াও চাঁদপুরে আরো উন্নয়ন কিভাবে করানো সম্ভব হবে তাও নিয়েও বেশকিছু পরিকল্পনার ব্যাপারে আলোচনা করা হয়।
এসময় এলজিইডির যুগ্ম সচিব মাছুম পাটওয়ারীসহ উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এরআগে চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন