সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর : গতকাল বুধবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইভী রহমানের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ আগষ্ট বিকাল ৫টা টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায়
সভাপতিত্ব করেন, আহবায়ক মাসুদা নূর খান।
সভা পরিচালনা করেন মহিলা আওয়ামীলীগের সদস্য আয়েশা রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক,দপ্তর সম্পাদক এডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
এছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা বেগম,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুলা সাহা,পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামীম আরা মুন্নি, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রাজিয়া সুলতানা,আয়েশা হাসান শ্যামলী,আকলিমা শিউলি, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারুল বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে আইবি রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।