মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবহান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ….. রাজিউন)। গত ২৩ আগস্ট রাত ৮.২০ ঘটিকায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃতকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে খালিদ বিন ওয়ালিদ সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। বুধবার সকাল ১০ ঘটিকায় সাতবাড়িয়া কমপ্লেক্স মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন।
জানাযার নামাজে অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, মরহুমের মেয়ে জামাই ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সোলেমান, সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগন।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব গার্ড অব অনার পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।