মাসুদ হোসেন : চাঁদপুরে ৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২২ আগস্ট) সকালে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী গ্রামের নিশি রোডস্থ হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বরগুনা সদর উপজেলার মোঃ নান্নু মিয়ার ছেলে আল আমিন প্রকাশ আলভি(২০) কে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাপন সেন। যদিও আসামী আল আমিন প্রকাশ আলভির বর্তমান ঠিকানা রাজধানীর বাড্ডা থানার পোস্ট অফিস রোডস্থ কমান্ডার গলির যার পাঁচতলা বাজারের মধ্য বাড্ডা এলাকায়।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ ৪০ হাজার টাকা। বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।