গজী মোঃ মহসিন : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদে হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উপাদী উত্তর ইউপি প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহ প্রধানের সভাপতিত্বে ও ইউপি সচিব আঃ ওয়াদুদ সর্দারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল গাজী, ইউপি সদস্য মাইনউদ্দিন,আল মামুন তালুকদার, মোস্তফা, আল মামুন মিয়াজী, রফিকুল ইসলাম, আঃ মতিন প্রধান,ইউসুফ হাজরা, আক্কাছ বকাউল, ফাতেমা বেগম, রোকেয়া বেগম, রেহেনা আক্তার, স্থানীয় যুবলীগ নেতা রবিউল হাসান মিন্টু, ইমরান খান জনি প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ইউপি সদস্য আল মামুন তালুকদার এবং আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।