মোজাম্মেল প্রধান হাসিব: যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়। জাতীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মবিন সুজন প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেলিম খান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রফিকুল ইসলাম ঢালী, একেএম কবির হোসেন প্রধান, আবু তাহের প্রধান, মাহবুব পাটোয়ারীসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয় এবং বিশেষ তবারুক বিতরণ করা হয়।