নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া খাজুরিয়া বাজারের পূর্ব পাশে ভবানীপুর রাস্তার মূখে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।
নিহতরা হচ্ছেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া আড়াখালের হারুনুর রশিদের ছেলে এলাকার সিএনজি চালক সোহেল, একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির গোকুল সরকার।
শনিবার রাত ১১ টার দিকে কুমিল্লাগামী ট্রাক ও শাহরাস্তিগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়। রিপন নামে আহতের বাড়ি হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী হান্নান জানান, বালুবাহি ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সড়ক দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ প্রিয় চাঁদপুরকে জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে কচুয়া থানার দু’টি টিমকে পাঠানো হয়েছে। বালুবাহি ড্রাম ট্রাকটিকে স্থানীয়রা আটক করে রেখেছে।