মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে পরিদর্শনে আসেন তিনি।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এসময় রামপুর ইউনিয়ন পরিষদ এর কর্মকান্ড, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদ থেকে নেয়া সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক কামরুল হাসান।
সেই সাথে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনি একটি ফলজ গাছের চারা রোপন করেন। পরে তিনি পরিষদ সংলগ্ন তালুকদার বাড়ির সামনে পাঁচ’শ বছরের সুলতানি আমলের মসজিদ পরিদর্শন করে বিদায় নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দাঃ) ফাহমিদা হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, নির্বাহী ম্যাজিস্টেট মোঃ জাহিদুল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, ইউপি সচিব (অতিঃ দাঃ) মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি সোহরাব পাটওয়ারী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন পরিষদের সকল নেতৃবৃন্দ।