সজীব খান : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর আদর্শ আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে মাদ্রাসার পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিন, মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক মোঃ বজলুর রশিদ, আরবী প্রভাষক মাওলানা মোঃ জাফর আলী, বাংলা প্রভাষক শাকিবুল ইসলাম, প্রভাষক মাওলানা কেফায়েত উল্ল্যাহ, সহকারী মাওলানা হাসানুজ্জামান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান মাদ্র্রসার শিক্ষার সার্বিক খোঁজ খবর নেন, এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য দিক নির্দেশনা দেন।