গাজী মোঃ ইমাম হাসান : বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, চাঁদপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম শাহিন পাটওয়ারী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে।
ছাত্র জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে তিনি বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী এবং বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসাবে বেশ পরিচিত। তাছাড়াও চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিছন্ন রাজনৈতিক হিসাবে জেলার সকলের কাছে বেশ জনপ্রিয়।
বৃহম্পতিবার বিকালে মুঠোফোনে এই ব্যাপারে জানতে চাইলে শাহিন পাটওয়ারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষন করেন।
তিনি বলেন আমি চাঁদপুরের ছেলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব আর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির যোগ্য নেতেত্ব চাঁদপুর এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক উন্নয়ন কাজ চলমান চলমান রয়েছে।আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা থেকে তৃনমূল পর্যন্ত অনেক নেতাকর্মীরা আমাকে প্রার্থী হবার জন্য আহবান করছে। তাই আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখা ও নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।দলীয় মনোনয়নে সুযোগ পেলে অবশ্যাই আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।