এস এম ইকবাল : মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্যে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উদযাপন উপলক্ষে, সেলাই মেশিন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট সোমবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সহকারি মো. হুমায়ন আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইচেয়ারম্যান মাজেদা বেগম, ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার হোসেন, শিক্ষা অফিসার মনির রুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভারচুয়াল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জের ৭ জন জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও ৩ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।