সজীব খান : জেলা প্রশাসক কামরুল ইসলাম বলেছেন, পরিষদের সক্ষমতা বৃদ্ধি করা, নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে, ইউনিয়ন পরিষদের কর নিয়মিত আদায় করতে হবে, হোল্ডিং ট্যাস্ক আদায় করলে ইউনিয়ন পরিষদের উন্নয়ন করা সম্ভাব হবে। এখন মানুষ বিশ টাকা দিয়ে হাফ লিটার পানি কিনে খায়, এখন আর সেই যুগ নেই, দেশের উন্নয়নের জন্য সকলের সচেতন হতে হবে।
রবিবার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যগনের অংশ গ্রহণে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্ধেশিকা ২০২১ এর উপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন মানুষকে সচেতন করতে হবে, গ্রাম পুলিশ দিয়ে হোল্ডিং ট্যাক্সের জন্য যারা নিয়মিত কর দেয়নি তাদের নোটিশ দিয়ে কর আদায়ের কাজ করতে হবে। আইন অনুযায়ী কর আদায় করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্থানীয় সরকার আইন বিধি ২০০৯ ভাল ভাবে পড়তে হবে। ভাল ভাবে পড়লে চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য জানতে পারবেন। ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের আইনের বিষয়ে অবগত থাকলে পরিষদের কার্যক্রম বেগবান হবে।
তিনি বলেন, পরিষদে অর্থ থেকে ছোট ছোট কালভার্ট তৈরি করতে হবে, হাট বাজারের উন্নয়নের ভূমিকা রাখতে হবে। শহরের সুবিধাগুলো এখন গ্রামে পাচ্ছে, ইউনিয়ন পরিষদের কমিউনিটি ক্লিনিকগুলো সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সঠিক ভাবে দেয় কিনা তা তদারকি করতে হবে। পরিষদে সরকারি বিধি সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন,ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনগুলো সঠিক ভাবে করতে হবে, জন্মনিবন্ধনগুলো এখন সব স্থানে প্রয়োজন হচ্ছে। জন্মনিবন্ধনের বিষয়ে চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, এর প্রভাব সব ক্ষেত্রেই পড়বে,কোন কারনে তেলের দাম বৃদ্ধি হয়েছে, জনসাধারণকে তা বুঝাতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানী তেলসহ বিভিন্ন জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, এসবের ক্রাইসিসও এক সময় কেটে যাবে, কোন দুষ্কৃতিকারী যাতে এসব বিষয় নিয়ে দেশে উস্কানি দিতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।
তিনি বলেন, বাল্য বিয়ের বিষয়ে সকলকে সচেতন হতে হবে, সব স্থানেই আইনের সঠিক প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তহবিল ব্যবহার বিধি নিয়ম জানতে হবে, ইউনিয়ন পরিষদের সকল বিষয়ে চেয়ারম্যান সচিব ও মেম্বারদের জ্ঞান অর্জন করতে হবে। রাষ্ট্রের স্বার্থে সকলকে কাজ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সকলকে দক্ষ করা হচ্ছে, জনগনের দোরগোড়ায় সরকারের সেবা পৌছে দিতে হবে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ইএলজির ডিফ নুরুদ্দীন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিএলজির আখতার জাহান সাথী, চাঁদপুর সদর উপজেলা উপ সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ হেলাল চৌধুরী, এলজিএসপি-৩ উপ-পরিচালক জহিরুল ইসলাম, এলজিএসপি-৩ ডিফ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, সচিবগন উপস্থিত ছিলেন।