এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মুনতাহা ফরিদগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের নোয়া গাঁও গ্রামের মোতালেব পাটওয়ারীর মেয়ে। ৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মুনতাহা বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে খেলার চলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হক জানান, শিশু মুনতাহা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি দুঃখজনক।