স্টাফ রিপোর্টার : বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স স্মৃতি ট্রেডার্স এর স্বত্বাধিকারী, সমাজ সেবক আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বেশ কয়েক দিন তিনি ডায়াবেটিস সহ নানান রোগে আক্রান্ত হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
মাইনুল ইসলাম মমিন একজন দানভীর। নীরবে-নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়ান, সাধ্যমত সহযোগিতা করেন। এ মানুষটার দ্রুত সুস্থতা কামনা করছেন তার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীরা ।