মো.মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে মতলবের এক তরুণ দম্পতিকে পুলিশ মাদক নিয়ে আটক করেছে ।
সোমবার (১-আগষ্ট) দুপুরে শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ গ্রামের পাটওয়ারী বাড়ীর কাশেম পাটওয়ারীর ভাড়া বাসা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর ঘোড়াধাড়ী গ্রামের কাশেম পাটোওয়ারীর পুত্র মোঃ মমিন পাটোয়ারী (২৫) তার স্ত্রী শিরিনা আক্তার আঁখিকে (২০) নিয়ে শাহরাস্তির বানিয়াচৌঁ গ্রামের পাটওয়ারী বাড়ীর কাশেম পাটওয়ারীর ভাড়া বাসায় বসবাস করে আসছিল। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে এস আই (নিঃ) জনি কান্তি দে সঙ্গীয় ফোর্স আটকৃতদের বাসগৃহে অভিযান পরিচালনা করে।
ওই সময় অভিযুক্ত মমিন পাটোয়ারীর ঘরের শয়ন কক্ষের খাটের নিচে দুটি বাজারের ব্যাগের অস্তিত্ব খুঁজে পায়। পুলিশ ওই ব্যাগের মালামাল সম্পর্কে জিজ্ঞেস করতে ওই দম্পতি পালিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকে। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় অভিযুক্তদের আটক করে দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করে।
পুলিশ অভিযুক্তদের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করবে বলে জানা গেছে।