সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জ উপজেলায় কৃষি নির্ভর উত্তরাঞ্চল। সেই উত্তরাঞ্চলে কৃষি কাজে পুরুষের পাশাপাশি নারীরাও সহযোগিতা করে আসছে।
উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রাম। ওই গ্রামে নববধূ থেকে শুরু করে সবাই কৃষিকাজে সাচ্ছন্দে সহযোগিতা করে আসছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, পাটের আঁশ সরিয়ে শলা আলাদা করছেন অনেক নারী। তারা বলছেন, শলার চুক্তিতে তারা পাটের আঁশ খুলে দিচ্ছেন। বিগত বছরের তুলনায় এবার পাটের আবাদ ভালো হয়েছে বলে জানান চাষীরা।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বলেন, পাট, আলুসহ বিভিন্ন কৃষি কাজে নারীরাও কাজ করেন। কৃষি নির্ভর কালচোঁ ইউনিয়নে এবার পাটের ফলন ভালো হয়েছে। উপজেলায় পাটের আবাদ ও ফলন বেড়েছে। আগামীতে আরো বাড়বে বলে জানান
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম। তিনি বলেন পাট চাষীরা এবার খুশি।