সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী গ্রামের ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আবু ইউসুফ খানের উপর অতর্কিত হামলাকারীদের শাস্তির দাবিতে জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকাল ১১ টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ-গরীবা কমপ্লেক্সের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ওবাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুরানবাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হোসেন কাসেমী, হাফেজ মাওঃ আব্দুর রশিদ, বিষ্ণুদী বাইতুস সালাত ঢালী মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওঃ তারেক হাসান ও সদস্য হাফেজ মাওঃ আশেক এলাহী, ঈমানিয়া জামে মসজিদ কমিটির উপদেষ্টা এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
বিষ্ণুদী জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ নূরে আলমের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ হাবিবুর রহমান। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ।
বক্তারা বলেন, মসজিদের ইমামরা আজ পদে পদে নির্যাতিত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। ন্যায় বিচার পাচ্ছে না। মাও. আবু ইউসুফ এর আগেও পবিত্র ঈদুল আযহার দিন পুরাণবাজার বড় মসজিদের সাবেক ইমাম মুফতী শাহাদাত কাশেমী কে চামড়ার ঘটনায় মাইক্রো স্ট্র্যান্ড সভাপতি ফারুক মারধর করেন। আগামী ৭ দিনের মধ্যে মাওলানা আবু ইউসুফ এর উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে ৭ দিন পর লাগাতার কর্মসূচি দেওয়া হবে।