স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক সফল ও রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সাবেক সহ-সভাপতি মরহুম আলহাজ্ব শেখ আবদুল মান্নান এর কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
২৫জুলাই (সোমবার) মরহুমের মৈশাদী গ্রামস্থ নিজ বাড়ি মাটি মহলে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী , মরহুমের ছোট ভাই চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও মরহুমের ছোট ভাই শেখ বাবুল হোসেন মনির, সেক্রেটারী সালেহ উদ্দিন জিন্নাহ, রোটারিয়ান জামাল হোসেন ,মরহুমের বড় ছেলে শেখ স্বপন,রোটারিয়ান শেখ সোহেল , চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মো: শাহালম মিয়াজী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জাকির খান, সাবেক সাধারন সম্পাদক মো: বোরহান বেপারী, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খানসহ সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।
উল্লেখ্য, গত ২২জুলাই (শুক্রবার) রাত ৮টা ১৫ মিনিটে মরহুমের চাঁদপুর শহরস্থ তালতলায় নিজ বাসায় বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক সফল ও রাষ্টীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ আবদুল মান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ভাই, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার এক ভাই বিশিষ্ট সমাজসেবক শাহতলীস্থ বিআরএস ব্রিক ফিল্ড এর স্বত্ত্বাধিকারী শেখ আব্দুর রশিদ, আরেক ভাই বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি শেখ বাবুল হোসেন মনির।
খোজ নিয়ে জানা যায়, তিনি ৩বারে মোট ১৫বছর সফলতার সাথে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতি স্বরুপ তৎকালীন সরকার তাকে স্বর্ণ পদক পুরস্কারে ভূষিত করেছেন।