সজীব খান : প্রতি বছরের ন্যায় এ বছর ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সল্প পরিসরে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা।
২৩ জুলাই শনিবার সকাল ১১ টায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। চাঁদপুর জেলা প্রসাশন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের যৌথ আয়োজনে “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শ্লোগানকে প্রতিপাদ্য করে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়। সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি বলেন, তোমরা বাসায় গাছ লাগাবে গাছের পরিচর্যা নেবে। বাংলাদেশ এত ফুল আছে যার নাম আমিও জানিনা। তবে নাম জানার চেষ্টা করি। আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রতিবছর বৃক্ষমেলা আসলে তোমরা গাছ সংগ্রহ করবে। আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে তুমি কোথায়, আমি বলেছি চাঁদপুরের পথে আছি। বুঝেছি চাঁদপুর তোমার অক্সিজেনের স্থান। তাই চাঁদপুর ছুটে গেছো। গাছ লাগাবে অক্সিজেনের ঘাটতি পূরণ করবে। গাছে ঢিল দেয় না ফু দেয়। তাই গাছের পরিচর্যা করতে হবে বেশি বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা আষাঢ় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা ফলদ বনজ ও ঔষধি গাছ বেশি বেশি করে লাগাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। এখন আর তোমরাও বই পড়ে গাছ সম্পর্কে জানতে হবে না পড়া লেখার পাশাপাশি গাছ লাগিয়ে হাতে-কলমে শিক্ষা নিবে। আমরা এখন সারা বছরই এখন শাকসবজি ও ফলমূল পেয়ে থাকি। আগে শীতকালে আমরা শাক সজ্বি পেতাম। আমাদেরকে বেশি বেশি করে ফল গাছ লাগাতে হবে। তবেই আমরা বছরের সব সময় ফল পেয়ে ও খেয়ে পুষ্টির ঘারতি পুরন করতে পারছি। তাই তো বেশি বেশি গাছ লাগাবো, গাছের যত্ন নিতে হবে। পরিবেশ সুন্তর করবো।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক জাহিদ ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বন করেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রাশাসক সার্বিক ইমতিয়াজ আহমেদ । বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, নার্সারি মালিকদের পক্ষ থেকে ইউসুফ তালুকদার।
আজ ২৩ জুলাই শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহ ব্যাপী শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
এ সময় মঞ্চে আরো উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রসাশন সুদিপ্ত রায়, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, পৌরসভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিশতিয়া জামে সমজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক।গীতা থেকে পাঠ করেন উপ কৃষি কর্মকর্তা ধিভাষ চন্দ্র দাস। বৃক্ষ মেলায় প্রবেশ করে প্রধান অতিথি কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেটে মেলা মাঠে প্রবেশ করেন এবং তাদের নিয়ে বেলুন উড়িয়ে মেলা কার্যক্রমের সূচনা করেন।
উল্লেখ্য, বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা সম্বলিত ১২ টি ষ্টল থাকবে। স্টল গুলোরহলোঃ তোহা নার্সারি, রেড রোজ নার্সারি,এ্যাপলো নার্সারি, পুলিশ লাইন্স নার্সারি, ইকরাম নার্সারি,আদর্শ বনলতা মায়ের দোয়া নার্সারি, চৌধুরী নার্সারি, বৃক্ষ বিলাস নার্সারি, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আল আমিন নার্সারি, ও বন বিভাগ। এ ছাড়া রয়েছে নিয়ন্ত্রন কক্ষ।