স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন এবং দৈনিক চাঁদপুর দর্পণ এর মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ আহত হয়েছেন। গতকাল বুধবার (২০ জুন) দুপুরে বাবুরহাট-মতলব সড়কের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে মতলব থেকে বাবুরহাট হয়ে চাঁদপুর আসছিলেন এই দুই সাংবাদিক। এসময় পথিমধ্যে বটতলা নামক স্থানে আসলে একটি পিকআপ (কুমিল্লা ট ১১-০৪০৩) পিছন দিক থেকে তাদের ধাক্কা দেয়।
এতে চালক আবুল কালাম আজাদ ও আরোহী আল ইমরান শোভন দুজনেই সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় দুজনেই শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেন।
চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিমেশ চক্রবর্তী জানান, দুপুরে শোভন ও আজাদ নামে দুই সাংবাদিক আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। দুইজনের মধ্যে শোভনকে প্লাষ্টার করতে হয়েছে। তবে দুজনে আশঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রেস্টে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান রহমান তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এবং বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেন। এসময় চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ হাসপাতালে ছুটে আসেন এবং তাদেরকে সান্তনা দেন।
আহত সাংবাদিক আল ইমরান শোভন ও একে আজাদ বলেন, পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় আমরা আহত হয়েছি। তবে বর্তমানে দুজনই কিছুটা সুস্থ বোধ করছি। আমরা সকলের কাছে দোয়া চাই যাতে দ্রুত আবার সবার মাঝে ফিরতে পারি।
এ ব্যাপারে চাঁদপুর ট্রাপিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের কাছ থেকে দুর্ঘটনার খবর জানতে পেরে ট্রাকটি জব্দ করার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় খবর দেয়া হয়। দুর্ঘটনার সাথে সাথে ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।