সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেসার্স জিয়া এন্ড ব্রাদার্স নামে সিটি গ্রুপের ডিলার ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সামছুল হক প্রধানীায়ার উপর হামলায় গতকাল ১৮ জুলাই সকালে জেলা বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুস সালাম সেলিম, পৌর বিএনপির সহ সভাপতি দ্বীন মোহাম্মদ জিল্লু, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শিবির ছৈয়াল, সাবেক সহ সম্পাদক সিরাজ প্রধানীয়া, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক খোকা প্রধানীয়া।
উল্লেখ্য: গত ১৫ জুলাই শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড বড়স্টেশন মসজিদের সামনে সিটি গ্রুপের ডিলারের অফিসে একদল লোক অতর্কিত সংঘবদ্ধ ভাবে হামলা, অফিস ভাংচুর এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। নেতৃবৃন্দ উক্ত ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।