মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী তার প্রতীক আনারস মার্কায় নির্বাচনী প্রচারণা সময় তার উপর হামলা করে নৌকা সমর্থিত প্রার্থী আজমল হোসেন চৌধুরীর লোকজন।
গত ১৪ নভেম্বর সকালে উপজেলার সাহেব বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রেক্ষিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী থানায় মামলা দায়ের করেন ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে নৌকার প্রার্থী আজমল হোসেন চৌধুরীকে সন্তোষজনক জবাব প্রদানের জন্য একটি নোটিশ প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
নোটিশে বলা হয়েছে,অভিযোগ কারীর বর্ণনা মতে গত ১৪ নভেম্বর সকালে আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ নুরুল আমিন পাটোয়ারী তার নির্বাচনী প্রচারণা কালে তাকে সাহেব বাজারে আপনার (নৌকার প্রার্থী) নির্দেশে অতর্কিত ভাবে ধারালো রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং তাহার কর্মীর উপর হামলা করা হয়। যাহা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।
অতএব, আপনার (নৌকার প্রার্থী) বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লক্সঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না তাহা ১৭ নভেম্বর’২১ বিকাল ৫ ঘটিকার মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে থানায় মামলা হওয়ার পর এনায়েতনগর গ্রামের রহমত উল্লার ছেলে মামুন (৩০), দক্ষিণ ফতেপুর গ্রামের ও স্থানীয় ইউপি সদস্য আলমগীর (৪০) ও মধ্য ঠেটালিয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২) সহ তিনজনকে আটক করে গত ১৫ নভেম্বর আদালতে প্রেরণ করে পুলিশ।