মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ৪০ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও গুনীজন সন্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের আয়োজনে বিসিএসে সুপারিশ প্রাপ্ত ৫জন ও মাইক্রোসফটে নিয়োগপ্রাপ্ত ১জনকে সংবর্ধনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানকে গুনীজন সন্মাননা দেওয়া হয়েছে।
কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার ও রাকিবুল হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি কুমিল্লা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু জাফর মজুমদার (প্রশাসন), মাহমুদুল হাসান উৎপল (নিরীক্ষা ও হিসাব), আব্দুল কুদ্দুস (শিক্ষা), মাসুম বিল্যাহ (শিক্ষা),হাছিব আল মাহমুদ (শিক্ষা) এবং মাইক্রোসফটে নিয়োগপ্রাপ্ত রাজীব পাল।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার ও নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আফাজউদ্দীন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, মো. ইউনুছ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, কার্যনির্বাহী সদস্য জিসান আহমেদ নান্নু, সদস্য মো. রাছেল ও রাজীব চন্দ্র শীল প্রমূখ।