নিজস্ব প্রতিনিধি : সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী বিএনপির নেতা আনম এহসানুল হক মিলনের গ্রামের বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে কচুয়া উপজেলার গোবিন্দপুর তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার বিষয়ে এহসানুল হক মিলনের কাছে জানতে চাইলে তিনি হামলা ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শুভজিৎ দাস জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ মাসনিগাছা একটি জানাযা অনুষ্ঠান শেষে রহিমানগর বাজারের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসবে।
সংবাদ পেয়ে খাজুরিয়া লক্ষীপুর থেকে আমার ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে রহিমানগর আসার পথে গোবিন্দপুর মিলনের বাড়ির সম্মুখে পৌছলে মিলনের সন্ত্রাসী বাহিনী আমার ছাত্রলীগের ভাইদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় মোস্তাকি মিরাজ , রাজু পাটোয়ারী, তানভীর, মিঠু গুরুত্বর আহত হন। আহতরা পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার উয়ারুক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বিএনপির নেতাকর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ দুই নেতার উপর হামলা করে। পরে এলাকার উত্তোজিত জনতা তাদের প্রতিহত করতে গেলে তারা মিলনের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।