মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ ৮ জুলাই সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিডুতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় ৮নং ওয়ার্ডের মেম্বার পদে যাদের মধ্যে প্রতীক দেওয়া হয়, তারা হলেন; শেখ ফজলুল করিম সেলিম (প্রতীক মোরগ), আব্দুল মতিন প্রধান (প্রতীক তালা), মো. কামরুল ইসলাম হাওলাদার (প্রতীক ফুটবল)। এসময় প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকরা সাথে ছিলেন।